"পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিবেশগত স্থায়িত্বের উপর জোর দিয়ে "স্বচ্ছতা-ই-সেবা" ক্যাম্পেইন ২০২৪ শুরু হয়েছে। সারা দেশের সাথে রাজ্যের সমস্ত অংশে চলছে "স্বচ্ছতা-ই-সেবা" কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে বামনগোলা ব্লকেও অভিযানের সূচনা হয়ে গেল রবিবার।
১৭ ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে "স্বচ্ছতা ই সেবা" কর্মসূচি চলবে ১ লা অক্টোবর পর্যন্ত। পরদিন, মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে পালিত হবে স্বচ্ছ ভারত দিবস। এর আগে এই পক্ষকাল ব্যাপী স্বচ্ছতায় সেবা কর্মসূচির মাধ্যমে সামাজিক সমস্ত ক্ষেত্রে পরিবেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ করে তোলার আহ্বান রেখে রাজ্যেও চলেছে সকল স্তরে স্বচ্ছতা কর্মসূচি। ভারত সরকারের অধীনস্থ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং বামনগোলা ব্লকের ডাকাত পুকুর ডি.এস.এস ক্লাবের সহযোগিতায় পালিত হল "স্বচ্ছতা ই সেবা" কর্মসূচি। উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি হরিপদ মাহাতো। সমাজকর্মী শিবানী মাহাতো, বুলবুলি মাহাতো সহ একাধিক পরিবেশ প্রেমীরা।